সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৩:৫৩

ভোটের ফল পাল্টালে কঠোর আন্দোলন : মির্জা ফখরুল

ভোটের ফল পাল্টালে কঠোর আন্দোলন : মির্জা ফখরুল

ঢাকা : সরকারকে হুঁশিয়ারি করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর নির্বাচনের ফলাফল বদলানো হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সোমবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুঁশিয়ারি দেন। তিনি জোর দিয়ে বলেন, ‘পরিবেশ প্রতিকূল জেনেও বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়াবে না।’ ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে