ফের সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ২ বনদস্যু নিহত
বাগেরহাট : ফের সুন্দরবনে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আকাশ বাহিনীর প্রধানসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার ভোররাতে পূর্ব চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব।
নিহতরা হলেন— বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম আকাশ (৪০) ও উপপ্রধান ফরিদ মাইজ্জা (৪৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বলেন, সুন্দরবনে র্যাবের নিয়মিত টহল দলের ওপর ভোরে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় আধা-ঘণ্টা গোলাগুলির পর উক্তস্থানে অভিযান চালিয়ে বনদস্যু আকাশ বাহিনীর প্রধানসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১৭টি দেশি-বিদেশি অস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লাশগুলো মংলা থানায় হস্তান্তর করা হবেও বলে জানান র্যাব কর্মকতা আদনান কবির।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ