থার্টি ফাস্ট নাইটে যেখানে যা মানা
ঢাকা : থার্টি ফাস্টের রাতে ঢাকা মহানগরের উন্মুক্ত স্থানে কোনো ধরণের সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানান।
তিনি বলেন, 'নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘরোয়া পরিবেশে কেউ চাইলে থার্টি ফাস্ট উপভোগ করতে পারবেন।'
তিনি জানান, থার্টি ফাস্ট রাতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসিন্দাদেরও রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ করা হয়েছে।
ওই সব এলাকায় রাত ৮টার পর বাইরের কোনো ব্যক্তি বা যানবাহনকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
১ জানুয়ারি শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ