সতর্ক করলেন প্রধানমন্ত্রী
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীলতা করার পেছনে যুদ্ধাপরাধীদের হাত রয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন জঙ্গি আস্তানার সন্ধান ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পেছনে যুদ্ধাপরাধীদের ইন্ধন থাকতে পারে। এছাড়া এসব ঘটনার পেছনে বিদেশিরাও জড়িত। আমরা সতর্ক আছি। তারা যত চেষ্টাই করুন দেশকে অস্থিতিশীল করতে পারবে না।এজন্য আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ