বিশ্ব ইজতেমায় যেসব রুটে চলবে ২২৮টি বিশেষ বাস
নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার জন্য বিশেষ সার্ভিস চালু করতে যাচ্ছে বিআরটিসি। ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ইজতেমা উপলক্ষে স্পেশাল বাস সার্ভিস চালু হতে যাচ্ছে।
২২৮টি বাস নিয়োজিত থাকবে বলে জানান বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। প্রথম দফায় ৮-১০ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৫-১৭ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিআরটিসির বাসগুলো প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১৪ দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের পরিবহনের কাজে ব্যবহৃত হবে। ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বাসগুলো চলবে।
এর মধ্যে বিদেশি মুসল্লিদের জন্য ৩টি রিজার্ভ বাস এয়ারপোর্ট থেকে ইজতেমাস্থলে নিয়োজিত থাকবে। বিআরটিসির ২২৮টি বিশেষ বাসের মধ্যে আব্দুল্লাপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ২৯টি, শিববাড়ি-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ১৩টি, টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ১৭টি, গাজীপুর চৌরাস্তা-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ৬টি, গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থলে ৫টি, গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থলে ৩৫টি, গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ২৫টি, মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থলে আরও ২০টি বাস চলাচল করবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২০টি, চিটাগাং রোড-সাভার রুটে ২০টি, ঢাকা-নরসিংদী রুটে ২০টি এবং ঢাকা-কুমিল্লা রুটে আরো ১৫টি বাস চলাচল করবে।
বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে করপোরেশনের প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ (ফোন-৯৫৬৪৩৬১) চালু থাকবে।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�