সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৮:০৪

‘শেখ হাসিনাকে মা ডাকায় হত্যার হুমকি’

‘শেখ হাসিনাকে মা ডাকায় হত্যার হুমকি’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডাকায় এবং বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ায় বিপাকে কণ্ঠশিল্পী জ্যামী। তাকে মোবাইলে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কণ্ঠশিল্পী জ্যামী। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। হুমকিদাতা ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে রাতুল শেখ (৩০) বলে জানান কণ্ঠশিল্পী জ্যামী। তিনি বলেন, হত্যার হুমকি পেয়ে মোহাম্মদপুর থানায় জিডি করতে গেলে ওসি জামাল উদ্দিন মীর তার জিডি গ্রহণ করেননি। বরং তিনি উল্টো বকাঝকা করেন। ওসি তাকে ধমক দিয়ে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গান করতে গেলে কেউ যদি হুমকি দেয়, তাহলে গান করেন কেন? এসব বাদ দেন। জ্যামী বলেন, মোহাম্মদপুর থানায় জিডি গ্রহণ না করায় তিনি রামপুরা থানায় জিডি করেছেন। মামলাটির তদন্ত করছেন এসআই মনোয়ার হোসেন। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর তার অভিযোগ ভিত্তিহীন বলে গণমাধ্যমকে জানান। তিনি বলেন, জ্যামীর মামলা নেয়া হয়েছে। মামলাটি এসআই পিযুষ তদন্ত করছেন। এখানে মামলা না নেয়ার কি আছে? রামপুরা থানার এসআই মনোয়ার হোসেন জানান, জ্যামীর মামলার তদন্ত প্রক্রিয়াধীন। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে