সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:০২:২৮

আ.লীগের গণসংযোগে বোমা হামলা, থমথমে অবস্থা

আ.লীগের গণসংযোগে বোমা হামলা, থমথমে অবস্থা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণায় নওহাটায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারির গণসংযোগে বোমা হামলা হয়েছে। এতে প্রার্থীসহ আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার সন্ধ্যার কিছু সময় পর পৌরসভার আনসার ক্যাম্পের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেয়রপ্রার্থী আব্দুর বারি খান, মনসুর, ইমদাদ, শফিকুল, ওয়াজেদ আলীকে নওহাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে নওহাটা এলাকার মানিক (৩৪) ও রাসেলকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইমদাদ জানান, গণসংযোগের সময় দূর থেকে পরপর দুটি হাত বোমা ছুঁড়ে মারে। এতে প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগ স্থলে পড়ে। দ্বিতীয় বোমার আঘাতেই মেয়রপ্রার্থীসহ অন্য অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এ প্রসঙ্গে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল বারি খান গণসংযোগ করছিলো সন্ধ্যার দিকে। চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিলো। গণসংযোগের মধ্যে বিকট শব্দে বোমা বিষ্ফোরণ হয়। এতে কয়েকজন আহত হয়েছে। ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে