মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৯:৩১:২০

শরীয়তের দৃষ্টিতে সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ: আল্লামা শফী

শরীয়তের দৃষ্টিতে সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ: আল্লামা শফী

নিউজ ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাব রো'ধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী। সোমবার আহমদ শফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস আমাদের দেশে মহামা'রি আকার ধারণ করেছে। আ'ক্রা'ন্তদের অনেকেই মা'রা যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া ও শরিয়তের আলোকে সর্তকতা ছাড়া কোনো বিকল্প নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে সরকার ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যেকোনো ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছে। মসজিদে নামাজ ও জুমায় উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ।

আল্লামা শফী বলেন, তবে সর্তকতা ও ব্যবস্থা গ্রহণ করা আমাদের একমাত্র কাজ নয়, বরং আমাদের পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সকল ধরণের অপরাধ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। ঘরে বসে দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যেন আল্লাহ আমাদের এই মহামা'রি থেকে রক্ষা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে