মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৫:৪১:২৮

করোনা আল্লাহর গজব ও পরিশুদ্ধির ডাক: আসিফ নজরুল

করোনা আল্লাহর গজব ও পরিশুদ্ধির ডাক: আসিফ নজরুল

নিউজ ডেস্ক : গোটা বিশ্বজুড়ে তা'ণ্ডব সৃষ্টিকরা কেভিড-১৯ করোনা ভাইরাসকে আল্লাহর গজব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ''করোনাকে আমি আল্লাহর গজব বলে মনে করি। তবে এটি শুধু কোনো বিশেষ ধর্ম বা বিশেষ অঞ্চলের প্রতি গজব না। সমগ্র মানবজাতির প্রতি গজব এবং পরিশুদ্ধির ডাক। আল্লাহ আমাদের অন্তরের কালিমা দূর করে দিন। সুমতি দিন। আপনার রহমত পাওয়ার যোগ্যতা দিন। আল্লাহ আমাদের আপনি মাফ করে দিন।''

এদিকে, করোনা ভাইরাসের সং'ক্র'মণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মো'কাবিলা করা সম্ভব হবে না বলে আশং'কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদফতরে রোববার করোনা পরি'স্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ডিজি শ'ঙ্কা প্রকাশ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে