বাংলাদেশে নির্বাচন, লন্ডনে প্রচারণা
নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সিলেটের অনেকেই লন্ডনে থাকেন। কয়েক লাখ সিলেটি বাস করেন স্বপ্নের শহর লন্ডনে। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ব্রিটেনের সঙ্গে সিলেটের সম্পর্ক আত্মিক। সিলেটকে অনেকে লন্ডন বলেই চেনে। ব্রিটেনের বিগত নির্বাচনে সিলেটে নির্বাচনী প্রচারণা চলেছিল সমানতালে। ঠিক তেমনি এবার বাংলাদেশের পৌর নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা।
টেমস নদীতীরবর্তী শহর লন্ডনের সর্বত্রই বাংলাদেশের পৌর নির্বাচনের উত্তাপ। প্রবাসীরাও ঘন ঘন দেশে যোগাযোগ করছেন। সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় মেয়র-কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরাও লন্ডনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভোট প্রার্থনা করছেন। সাধ্যমতো অনেকে নিজ নিজ প্রার্থীকে টাকা-পয়সাও দিচ্ছেন।
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল, জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান, লন্ডন প্রবাসী জাহেদ আহমেদ তালুকদারের মত অনেককে আর্থিক সহযোগিতাসহ প্রচারণাও চালাচ্ছেন লন্ডন প্রবাসীরা।
বিভাগে সিলেটে ৩টি, মৌলভীবাজারে ৪টি, হবিগঞ্জে ৫টি ও সুনামগঞ্জে ৪টি পৌরসভা রয়েছে। এর মধ্যে কয়েকটি পৌরসভায় যুক্তরাজ্য প্রবাসী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে অনেক প্রবাসী দেশে ফিরেছেন।
এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি যুক্তরাজ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা দল মনোনীত প্রার্থীর পক্ষে সভা-সমাবেশও করছেন।
গত মঙ্গলবার সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান শমসুর পক্ষে লন্ডনে একটি সভা অনুষ্ঠিত হয়।
ছাতকবাসীর ব্যানারে ওই সভা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন।
গত শনিবার মৌলভীবাজার পৌরসভার মেয়র প্রার্থী ফজলুর রহমান ফজলুর সমর্থনে যুক্তরাজ্যের ওয়েলসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যের নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ তাহির উল্লাহ, নিউপোর্ট যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ শাফী কাদির, সহ-সভাপতি এমএ রউফ, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক আবদুল ওয়াহিদ বক্তব্য রাখেন।
মেয়র ও সাধারণ কাউন্সিলর পদে যুক্তরাজ্য প্রবাসীরা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রবাসী প্রতিদ্বন্দ্বিদের ধারণা, যুক্তরাজ্যে থেকে দেশে থাকা স্বজনদের নির্দেশনা দিলে তারা আশানুরূপ ভোট পাবেন।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�