সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১১:২১:৪৪

ধানের শীষে ভোট চেয়ে ফেসবুকে এবার খালেদা

ধানের শীষে ভোট চেয়ে ফেসবুকে এবার খালেদা

নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে নিজ দলের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ভিডিও ক্লিপ শনিবার মধ্যরাতে ফেসবুকে আসে। পরে বিজ্ঞাপন আকারে তা ছড়িয়ে দেয়া হয়। ওই ভিডিও টেলিভিশনে বিজ্ঞাপন আকারে প্রচার করতে চাইলেও কোনো বেসরকারি চ্যানেল তা প্রচার করার সাহস পাচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র। দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। দলটি বলছে, প্রচারে মেয়র পদে ধানের শীষে ভোট চেয়ে দলের চেয়ারপারসনের আহ্বান সম্বলিত ভিডিওটি রোববার রাত পর্যন্ত ফেসবুকে ৩০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। পৌরসভা নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার গণমাধ্যমকে বলেন, আমরা পৌর নির্বাচনে আধুনিক প্রযুক্তির সুবিধা নিচ্ছি। ম্যাডামের একটি ছোট আহ্বানের ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। ভিডিওটি ফেসবুকের মাধ্যমে গতকাল রাত পর্যন্ত ৩০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি, এর মাধ্যমে প্রায় তিন কোটিরও বেশি মানুষের কাছে তা পৌঁছে গেছে। এ কার্যক্রম আজ রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। সারা দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টিতে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হবে সোমবার রাত ১২টায়। প্রিন্স বলেন, গুগলের সহায়তা নিয়ে বেগম খালেদা জিয়ার আরেকটি বার্তা মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বিষয়টি স্পষ্ট করেননি প্রিন্স। তিনি বলেন, ২৩৪ পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থীদের কাছে দলের নির্দেশনা পৌঁছানোর জন্যও তথ্য-প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষের ভোট দেয়ার আহ্বান জানিয়ে আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ভিডিও ক্লিপসম্বলিত ছোট বিজ্ঞাপন তৈরি করেছিলাম। তিনি বলেন, সেই বিজ্ঞাপনটিও প্রাইভেট চ্যানেলে দিতে পারছি না। চ্যানেগুলো সাহস করছে না। কোনো পত্রিকাও বিজ্ঞাপনটি ছাপাতে সাহস করছে না। এমন একটা অবস্থার মধ্যে এসে পড়েছে গণতন্ত্র। এদিকে অনুষ্ঠেয় পৌর নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্তের কথা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পৌর নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত থাকবে বলে জানান তিনি। যদিও তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল নির্বাচনের ওপর অশুভ প্রভাব বিস্তারের পরিকল্পনা করেছে। খালেদা জিয়া বলেন, জনতার ঐক্যবদ্ধ শক্তি স্বৈরশাসকের অসৎ উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয়ার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত আমরা নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে