শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ০৫:৪৮:৪৮

আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন : করোনা আক্রা'ন্ত সাংবাদিক

আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন : করোনা আক্রা'ন্ত সাংবাদিক

নিউজ ডেস্ক : আজ আইইডিসিআরের কাছ থেকে করোনা ভাইরাস পজিটিভ হওয়ার খবর শুনেছেন ঢাকার একজন সাংবাদিক। হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। বাসায় তার সঙ্গে দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন। গত দুই সপ্তাহ ধ'রে তিনি সর্দি-কাশি জ্বরের ভু'গছিলেন। 

বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। আজকে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড-১৯ পজেটিভ ধ'রা পড়েছে বলে তাকে জানানো হয়। এরপর তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমা চান। তিনি লেখেন, 'চলার পথে যদি কেউ আমার কোনো কথায় বা আচরণে কষ্ট পেয়ে থাকেন, পারলে ক্ষমা করে দিবেন।'

তিনি ঢাকার একটি দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রা'ইম রিপোর্টার হিসেবে কাজ করছেন। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত রোগী শ'নাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ জনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে