শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১০:০৫:০১

চাল চোররা পশুর চেয়েও জঘ'ন্য: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চাল চোররা পশুর চেয়েও জঘ'ন্য: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক : করানো প'রিস্থিতিতেও যারা ত্রাণের চাল চুরির সঙ্গে জড়িত তারা পশুর চেয়েও জ'ঘন্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, চাল চুরির সঙ্গে যুক্ত অমানুষদের সামাজিকভাবে ঘৃণা করা উচিত, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। ত্রাণের চাল চুরি প্রসঙ্গে এ  প্র'তিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী। 

করোনাকালীল বিশেষ পরিস্থিতিতেও ত্রাণ আ'ত্মসাতের অ'ভিযোগ ওঠেছে। বিশেষ করে সরকারদলীয় বেশ কিছু রাজনীতিক এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে ত্রাণের চাল চুরির অ'ভিযোগ এনে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। এরই পেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমন সময়ে চাল চুরির খবর সত্যিই অবা'ক করেছে। যারা এসব কাজের সঙ্গে যুক্ত তারা অমানুষ। তারা নরপশুর চেয়েও খারাপ।’ সরকার দলীয় রাজনীতিকরাই চুরির সঙ্গে যুক্ত এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় এমন কিছু ব্যক্তি তৈরি হয়েছে, যাদের কর্মই হচ্ছে কীভাবে অন্যের অধিকার হ'রণ করা যায়। তবে আমি মনে করি, দু'র্নীতিবাজদের কোনো দল নেই। এদের কোনো রাজনীতি থাকতে পারে না। দুনীর্তিই এদের রাজনীতি এবং তারা যেকোনো সরকারের আমলেই সুযোগ খোঁজেন।’

প্রধানমন্ত্রী হুঁ'শিয়ারি দেয়ার পরেও চুরির ঘটনা ঘটছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা সর্বোচ্চ নির্দেশনা। এরপরেও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে ছাড় পাবার কোনো সুযোগ নেই। ইতোমধ্যেই চাল চুরির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে আ'টক করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার ব'দ্ধপরিকর। তবে এই অপ'রাধীদের সামাজিকভাবে বয়কট করে ঘৃ'ণা করা উচিত। যাতে করে অন্যরা ল'জ্জিত হয়ে শিক্ষা নিতে পারেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে