শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১১:১৬:৫৫

শেষ ইচ্ছায় স্ত্রী ও আত্মীয়দের দেখার সুযোগ পেলেন আব্দুল মাজেদ

শেষ ইচ্ছায় স্ত্রী ও আত্মীয়দের দেখার সুযোগ পেলেন আব্দুল মাজেদ

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হ'ত্যা মামলার আসামি ক্যাপ্টেন (বরখা'স্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার। শেষ ইচ্ছায় মাজেদের স্ত্রী সালেহা বেগমকে ডে'কে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার রাত ১১ টায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মাজেদের সঙ্গে শেষ দেখা করতে যাচ্ছেন তার স্ত্রী ও আত্মীয়রা।

স্ত্রী ও আত্মীয়রা দেখা করার পর ফাঁসির পূর্ণ প্র'স্তুতি নেওয়া হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ। জানা যায়, ফাঁসির মঞ্চে আলো জ্বা'লানো হয়েছে। কারার'ক্ষী'রা প্র'হরায় আছেন। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আলো জ্বা'লানো থাকবে। ফাঁসি কার্যকর হয়ে যাওয়ার পর আনুষাঙ্গিক কাজ শেষে আলো নে'ভানো হবে। 

গণমাধ্যমকে ডেপুটি জেলার সমমর্যাদার একজন কর্মকর্তা জানান, মাজেদের ফাঁসির জন্য সবকিছু প্র'স্তুত করা হয়েছে। যেকোনো মু'হূর্তে কার্যকর হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হ'ত্যার সঙ্গে স'রাস'রি জড়িত ক্যাপ্টেন (বরখা'স্ত) আবদুল মাজেদের ফাঁসি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে