শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১১:৪০:৩২

মাজেদের ফাঁসির কার্যকর করতে কারাগারে পৌঁছেছেন মহাপরিদর্শক-সিভিল সার্জন

মাজেদের ফাঁসির কার্যকর করতে কারাগারে পৌঁছেছেন মহাপরিদর্শক-সিভিল সার্জন

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হচ্ছে শনিবার দিবাগত রাতে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা ইতোমধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন। আরও পৌঁছেছেন ঢাকার সিভিল সার্জন এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটও। 

এরমধ্যে শনিবার রাত সোয়া ১০ টার দিকে সিভিল সার্জন পৌঁছেন কারাগারে। এরপর ১০টা ৪৭ মিনিটে পৌঁছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে রাত ১০টা ৫২ মিনিটে কারাগারে গিয়ে পৌঁছান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। আব্দুল মাজেদের ফাঁ'সি কার্যকর এখন সময়ের ব্যাপার। 

শনিবার রাতে ফাঁসির মঞ্চে আলো জ্বালানো হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চে আলো জ্বালানো হয়েছে। কারার'ক্ষীরা প্রহরায় আছেন। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আলো জ্বালানো থাকবে। ফাঁসি কার্যকর হয়ে যাওয়ার পর আনুষাঙ্গিক কাজ শেষে আলো নেভানো হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে