রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১২:১৬:০৫

আব্দুল মাজেদকে দিয়েই নতুন কারাগারের ফাঁসি কার্যকর শুরু

 আব্দুল মাজেদকে দিয়েই নতুন কারাগারের ফাঁসি কার্যকর শুরু

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর খু'নি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁ'সির মধ্য দিয়েই কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন ফাঁ'সির মঞ্চে ফাঁ'সি কার্যকর শুরু হলো। আজ রাত ১২টা ১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হ'ত্যার সঙ্গে স'রাস'রি জ'ড়িত আ'ত্মস্বী'কৃত খুনি আব্দুল মাজেদের ফাঁ'সি কার্যকর করা হয়। 

২০১৬ সালের ১০ এপ্রিল উদ্বোধন হওয়া এ কারাগরে এটাই কোনো আসামির ফাঁ'সি কার্যকরের প্রথম ঘটনা।

কারা সূত্র জানায়, মাজেদের ফাঁসি কার্যকরের জন্য সময় নির্ধারণ করে বিকালে আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পর জ'ল্লাদ শাজাহানের নেতৃত্বে ১০ জন জল্লাদ ফাঁ'সি কার্যকরে ভূমিকা রাখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর কারা কর্তৃপক্ষ আব্দুল মাজেদের ওজন পরিমাণ ইট বস্তায় ভরে রশি দিয়ে ম'হড়া দেয়। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় স্বজনদের সঙ্গে আব্দুল মাজেদকে শেষ সাক্ষাত করানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের স্ত্রী সালেহা বেগম, শ্যালক ও চাচা শ্বশুরসহ পরিবারের পাঁচজন সদস্য দেখা করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে