রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৩:৪৩:০৯

ত্রাণ চোরদের ক্ষমা নেই, তাৎক্ষণিক হবে ক'ঠোর বিচার: প্রধানমন্ত্রী

ত্রাণ চোরদের ক্ষমা নেই, তাৎক্ষণিক হবে ক'ঠোর বিচার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : শেখ হাসিনা বলেছেন, করোনা পরি'স্থিতিতে দুর্দশাগ্র'স্ত মানুষকে দেওয়া ত্রাণ কেউ চুরি করলে তাদের ক'ঠোর শাস্তির মুখোমুখি করা হবে। ত্রাণ চুরি খুবই ঘৃণ্য কাজ। এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় এবং এটা আমরা ক্ষমা করবো না।

সম্প্রতি ত্রাণ চুরি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে নমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রাণ চুরি ক্ষমার যোগ্য নয় এবং এটা আমরা ক্ষমা করবো না। আমি অত্যন্ত দুঃখিত কয়েকটা খবর এই ধরনের বেরিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে বা দুর্গত মানুষকে দেওয়ার জন্য যে খাদ্য শস্য দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে সেখান থেকে যারা দুর্নীতি করার চেষ্টা করেছেন এবং কিছু ধ'রা পড়েছে, আশা করি, যারাই এ রকম করবে সবাই ধ'রা পড়বে। তাদের কিন্তু কোনো ক্ষমা নেই। যদি প্রয়োজন হয় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদের শাস্তি দেওয়া হবে। বিচার পরে দেখা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের নিজের একটা আন্তরিকতা থাকতে হবে। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি আমাদের আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে। যারা সরকারি বেতন পাচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকায়। কাজেই প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যাদের আমরা দায়িত্ব দিয়েছি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে এই সামান্য দুই একটা ঘটনা আমাদের অত্যন্ত কষ্ট দেয়। এটা খুবই ঘৃণ্য কাজ। কেউ এটা করবেন না। এই ধরনের দুর্নীতি আমরা কোন দিন বরদাস্ত করবো না।

রবিবার গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসনের সঙ্গে ভি'ডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে