রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১১:৪২:০৯

ত্রাণ নিয়ে পুলিশ কর্মকর্তাদের যে কড়া নির্দেশনা দিলেন আইজিপি

ত্রাণ নিয়ে পুলিশ কর্মকর্তাদের যে কড়া নির্দেশনা দিলেন আইজিপি

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে দু'র্দ'শাগ্র'স্ত মানুষদের জন্য সরকার ত্রাণ বরাদ্দ দিয়েছে। কিন্তু সরকারের ত্রাণ সামগ্রী বিতরণে চুরি ও অনিয়ম-দুর্নী'তির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ক'ড়া হু'শিয়ারি দেয়া হয়েছে।

রোববার বিকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি ত্রাণ চুরি ও অনিয়মকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিকাল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের এ নির্দে'শ দেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম ব'রদা'শত করা হবে না। সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। করোনার সং'ক্র'মণ রো'ধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেয়া বন্ধ করতে হবে।

ভিডিও কনফারেন্সে করোনা পরি'স্থিতিতে ব্য‌ক্তিগতভা‌বে অসহায় ও দু'স্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য জনগণের প্র‌তি আহ্বান জানান আইজিপি। করোনা সং'ক'ট চলাকালে কোনোভাবেই যেন অ'পরা'ধ না বাড়ে, সেদিকেও ন'জরদা'রি বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দে'শ দেন জাবেদ পাটোয়ারী।

পুলিশ সদস্যদের উদ্দেশে ক'ড়া নির্দে'শনা দিয়ে তিনি বলেন, বর্তমান পরি'স্থিতিতে চু'রি, ছিনতাই ইত্যাদি অ'পরা'ধ বেড়ে যেতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স বাড়তে পারে। কোনোভাবেই যেন এ ধরনের অ'পরা'ধ বাড়তে না পারে, সেদিকে ন'জরদা'রি বাড়াতে হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে