সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১২:০৪:৩০

চাল চুরির ঘটনা প্রমাণ করে আমরা সভ্যতার কাছে যেতে পারিনি : নৌ প্রতিমন্ত্রী

চাল চুরির ঘটনা প্রমাণ করে আমরা সভ্যতার কাছে যেতে পারিনি : নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : ''দারিদ্রতা আছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অবিরাম সংগ্রাম করতে হচ্ছে। এখানে মানুষের মাঝে হিং'সা-বিদ্বে'ষ, লো'ভ-লা'লসা কাজ করে। কিন্তু তাই বলে করোনাকালেও ত্রাণের চাউল চু'রি! এমন ক্রা'ন্তিকালে চাল চুরির ঘটনা অবাক করেছে। চাল চুরির ঘটনা প্রমাণ করে আমরা সভ্যতার কাছে যেতে পারিনি।''

ত্রাণের চাল চুরি প্রসঙ্গে এমন প্রতি'ক্রিয়া ব্যক্ত করেন সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। করোনা সং'কট মো'কাবিলায় সরকারের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হচ্ছে। সেই চাল বিতরণে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে সরকাল দলীয় সংগঠনের বেশ কিছু নেতা ও জনপ্রতিনিধির বি'রু'দ্ধে চাল চু'রির অভিযো'গ উঠেছে, যা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যা'পক সমালো'চনা হচ্ছে।

এ প্রসঙ্গে প্রতি'ক্রিয়া জানাতে গিয়ে খালিদ মাহমুদ বলেন, ''এমন পরি'স্থিতি পৃথিবী আগে কখনো মো'কাবিলা করেনি। সবার জীবনই এক প্রকার অনিরা'পদে আছে। মানুষ বেঁচে থাকার তাগিতে নিরা'পদ দূরত্ব বজায় রেখেও মানুষের পাশে দাঁড়াচ্ছে। এমন মানবিক সমাজও পৃথিবী আগে দেখেনি। অথচ এমন দিনেও আমাদের চাল চু'রির গল্প শুনতে হয়!''

প্রধানমন্ত্রীর নির্দে'শনার কথা উল্লেখ করে তিনি বলেন, ''প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও সাধারণ মানুষের সং'কট মো'কাবি'লায় অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ ও নানা প্রণো'দনা দিচ্ছেন। এই উদ্যোগ সবাইকে ভরসা দিচ্ছে। তিনি ত্রাণে ও প্রণোদনায় যেকোনো অনিয়ম দূর করতে ক'ঠো'রতা অবলম্বন করতে নি'র্দে'শ দিয়েছেন। প্রশাসন সেভাবেই কাজ করছে। ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আ'টক করা হয়েছে চাল চু'রির অভিযো'গে।''

প্রতিমন্ত্রী চাল চুরির ঘটনাকে ফৌজদা'রি অ'পরা'ধ বলে উল্লেখ করে বলেন, ''সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ৷ সব চেয়ারম্যান, মেম্বার চু'রির সঙ্গে যুক্ত, তা মনে করার কোনো কারণ নেই৷ কিন্তু যারা চু'রি করছেন, তারা অমানুষ, অ'পরা'ধী। এই অ'পরা'ধীরা ক্ষমার অযোগ্য অ'ন্যায় করছে। তাদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেয়া সময়ের দাবি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে