সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ০৪:২৭:৩০

দক্ষিণ কোরিয়ার মডেলে করোনার মোকাবেলায় সারা দেশে বসছে ৩২০টি বুথ!

দক্ষিণ কোরিয়ার মডেলে করোনার মোকাবেলায় সারা দেশে বসছে ৩২০টি বুথ!

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার মডেলে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে ৪৪টি কিয়স্ক বসেছে বাংলাদেশে। বেসরকারি সংস্থা জেকোজি হেলথ কেয়ারের দারুণ একটি উদ্যোগ। ভ'য়ং'কর করোনা ভাইরাস সং'ক্র'মণের পরিমাণ যেমন কমবে, তেমনি পরীক্ষার পরিমাণও কয়েকগুন বেড়ে যাবে।

যত বেশি পরীক্ষা ততো বেশি ঘরব'ন্দি এবং কমবে সং'ক্র'মণের হার। জানা গেছে, ৪৪টি বুথের মধ্যে ৮টি ঢাকায়, নারায়ণগঞ্জে ৮টি এবং বাকি বুথগুলো দেশের অন্যান্য বিভাগে স্থাপন করা হয়েছে। দেশজুড়ে পর্যায়ক্রমে ৩২০টি বুথ স্থাপন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে