মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ০৪:১৩:১৪

দেশে গত ২৪ ঘণ্টায় আ'ক্রা'ন্ত ২০৯ জন, মৃ'ত্যু ৭ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় আ'ক্রা'ন্ত ২০৯ জন, মৃ'ত্যু ৭ জনের

নিউজ ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আ'ক্রা'ন্ত হিসেবে আরও ২০৯ জন শ'না'ক্ত হয়েছেন। এটি দেশে একদিনে সর্বো;চ্চ শ'না'ক্তের রেক'র্ড। নতুন রো'গীদের মিলিয়ে দেশে ভাইরাসটিতে আ'ক্রা'ন্তের সংখ্যা বে'ড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। আ'ক্রা'ন্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃ'ত্যু হয়েছে আরও ৭ জনের। একদিনে মৃ'ত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বো'চ্চ। 

করোনায় দেশে মৃ'তের সংখ্যা বে'ড়ে দাঁ'ড়িয়েছে ৪৬ জনে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সং'ক্রা'ন্ত নিয়মিত হেলথ বুলে'টিনে এ ত'থ্য জানানো হয়। অনলাইনে বুলে'টিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমু'না পরী'ক্ষা করা হয়। এদের মধ্যে ২০৯ জনের দে'হে করোনা ভাইরাস শ'না'ক্ত হয়। ফলে মোট আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন মা'রা গেছেন। মোট মৃ'তের সংখ্যা ৪৬। তবে নতুন করে কেউ সু'স্থ হননি। ফলে সু'স্থ রো'গীর সংখ্যা ৪২-ই আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে