বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৭:০৪

স্বামীর সম্পত্তির ভাগ চান আব্দুল মাজেদের দ্বিতীয় স্ত্রী

স্বামীর সম্পত্তির ভাগ চান আব্দুল মাজেদের দ্বিতীয় স্ত্রী

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর খু'নি ক্যাপ্টেন (বরখা'স্ত) আব্দুল মাজেদ ভারতের কলকাতায় দীর্ঘ দিন ছিলেন আলী আহমেদ পরিচয়ে। সেখানে তার ভারতীয় পাসপোর্ট ছিল। তার চেয়ে বয়সে ৩২ বছরের ছোট স্থানীয় এক নারীকে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর ঘরে তার ছয় বছর বয়সী এক কন্যাসন্তানও আছে। মাজেদের এই দ্বিতীয় স্ত্রী বাংলাদেশে থাকা মাজেদের সম্পত্তির ভাগ চান। 

তিনি তার সন্তানের ভাগ প্রথম পক্ষের কাছে দাবি করেন। প্রথম পক্ষের সন্তানরা উচ্চবিত্ত। বিভিন্ন সময় সরকারী চাকরি করে মাজেদ ব্যা'পক অর্থ সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। সেসব সম্পত্তির ভাগ চান ওই দ্বিতীয় স্ত্রী। গত শনিবার রাতে ঢাকায় খু'নি মাজেদের মৃ'ত্যুদ'ণ্ড কার্যকর হওয়ার পর গত সোমবার কলকাতার বর্তমান পত্রিকা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে।

প্রতিবেদনে কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনে ঘা'তক মাজেদের আ'ত্মগো'পনের দিনগুলোর বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ''মহল্লা তাকে কখনো উচ্চৈঃস্বরে কথা বলতে দেখেনি। হিং'সা-বিবা'দ তো দূর-অস্ত! লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন নিয়ম করে। সেই তাদের মাস্টারমশাই নাকি বঙ্গবন্ধুর খু'নি! এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না লকডাউনের পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনের ভাড়া বাড়িতে থাকতেন বঙ্গবন্ধুর ঘা'তক আব্দুল মাজেদ।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে