বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৫২:২৬

দেশ ও জাতি ডা. মঈনুদ্দিনের ত্যাগ মনে রাখবে: প্রধানমন্ত্রী

দেশ ও জাতি ডা. মঈনুদ্দিনের ত্যাগ মনে রাখবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনায় আক্রা'ন্ত হয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. মঈনুদ্দিনের অকাল মৃ'ত্যুতে গ'ভীর শো'ক ও দুঃ'খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার এক শো'কবা'র্তায় ডা. মঈনের আ'ত্মা'র মা'গফিরাত কা'মনা করেন এবং তার শো'কস'ন্ত'প্ত পরিবারের সদস্যদের প্রতি গ'ভীর স'মবে'দনা জানান।

শো'কবা'র্তায় সরকারপ্রাধান বলেন, ''এই মহৎপ্রা'ণ চিকিৎসক নিজের জী'বনের ঝুঁ'কি নিয়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এই ত্যা'গ মনে রাখবে।'' সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন একজন গরিবের ডাক্তার বলে সুপরিচিত ছিলেন। 

করোনায় চিকিৎসা যু'দ্ধ চা'লাতে গিয়ে নিজেই বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রা'ণ হা'রিয়েছেন। দেশে এই প্রথম কোনো চিকিৎসক করোনায় আ'ক্রা'ন্ত হয়ে মা'রা গেলেন। গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দে'হে করোনা শ'না'ক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আ'না হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে