বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০২:৩২

দেশে নতুন যে ৬ এলাকায় করোনার সং'ক্র'মণ বেশি

দেশে নতুন যে ৬ এলাকায় করোনার সং'ক্র'মণ বেশি

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বেশকিছু এলাকায় আক্রা'ন্তের সংখ্যা বে'ড়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, মীরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জ। এগুলোর মধ্যে গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জ নতুন এলাকা। এ এলাকাগুলোতে বেশি সং'ক্র'মিত হচ্ছে। এগুলোতে লকডাউন আরো ক'ঠিনভাবে করতে হবে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রি'ফিং'য়ে এ ত'থ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে ৪ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃ'ত্যুর সংখ্যা দাঁ'ড়ালো ৫০ জনে। এসময়ে নতুন শ'না'ক্ত হয়েছেন আরও ২১৯ জন। দেশে মোট শ'না'ক্ত রোগীর সংখ্যা বে'ড়ে দাঁ'ড়িয়েছে ১২৩১ জনে। প্রতিদিনই বা'ড়ছে আক্রা'ন্তের ও মৃ'তের সংখ্যা।

ধবার (১৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সং'ক্রা'ন্ত নিয়মিত হেলথ বু'লেটি'নে এ ত'থ্য জানানো হয়। অনলাইনে বু'লেটি'ন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নিজের বাসা থেকে এতে যু'ক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে