বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৯:১১:৩০

আগামী ২০ এপ্রিলের মধ্যে সব পোশাক শ্রমিকদের বেতন দেয়া হবে: বিজিএমইএ

আগামী ২০ এপ্রিলের মধ্যে সব পোশাক শ্রমিকদের বেতন দেয়া হবে: বিজিএমইএ

নিউজ ডেস্ক : আগামী ২০ এপ্রিলের মধ্যে সব পোশাক শ্রমিকদের বেতন দেয়া হবে, কোনো শ্রমিক বেতনবঞ্চিত থাকবে না বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে সংগঠনটি বলছে, তারা যে কোনো ধরনের বেআইনি শ্রমিক ছাঁটাইয়ের বি'রু'দ্ধে। 

যেসব কারখানা শ্রম আইন অনুযায়ী লে-অফ ঘোষণা করেছে অথবা করবে, তাদের শ্রমিকের লে-অফের ক্ষ'তিপূরণ দিতে হবে। সাংবাদিকদের বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, বুধবার পর্যন্ত বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার ২৪ লাখ ৭২ হাজার শ্রমিকের মধ্যে ১৯ লাখ ১৯ হাজার ৬০০ শ্রমিকের বেতন দেয়া হয়েছে, যা শতকরা ৭৮ ভাগের কাছাকাছি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে ৮০ ভাগের বেতন হয়ে যাবে আশা করছি। বাকি যারা থাকবেন তাদের বেতন আগামী ২০ এপ্রিলের মধ্যে দেয়ার চেষ্টা করব। ছোট-মাঝারিদের কিছু সমস্যা আছে, তাদের বেতন দিতে দেরি হতে পারে। যদি তাদের সমস্যা হয়, তাহলে সাহায্য করা হবে।

রুবানা হক বলেন, একজন শ্রমিকও মার্চ মাসের বেতন ছাড়া থাকবে না। এটা নি'শ্চিত করে বলতে পারি। এখনো অনেক শ্রমিককে নগদে বেতন দেয়া হয়। বেতনে বিলম্বের কারণ সম্পর্কে বলেন, রাস্তায় গণপরিবহনে সং'কট রয়েছে। সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকছে। তাতে প্রবেশেও প্রতিব'ন্ধকতা আছে। তাই নগদ টাকা পেতে দেরি হচ্ছে। আগামী মাস থেকে শ্রমিকদের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে