বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৯:২৩:৪৮

করোনার কারণে মালদ্বীপে ১০০ টন খাবার ও ওষুধ পাঠালো বাংলাদেশ

করোনার কারণে মালদ্বীপে ১০০ টন খাবার ও ওষুধ পাঠালো বাংলাদেশ

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামা'রীর কারণে মালদ্বীপকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ১০০ টনের বেশি খাবার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বুধবার মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জাহাজটি এসব সামগ্রী নিয়ে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ছেড়ে যায়। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দে'শে মালদ্বীপে এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ত্রাণ সহায়তার সমন্বয় করছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিশ্বব্যাপী করোনা পরি'স্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ প্রয়োজনীয় জরুরি ওষুধ, চিকিৎসা ও নিরা'পত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস ও জীবাণুনা'শক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পৌঁছে দিতে মালদ্বীপের পথে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ 'সমুদ্র অভিযান'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে