বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১২:১৫:২৩

সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি

সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক : করোনা পরি'স্থিতির মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি। এদের মধ্যে ওমরাহ পালন করতে গিয়ে সে দেশে আ'টকা পড়েছিলেন ১৩২ জন। বাকি ২৩৪ জন প্রবাসী বাংলাদেশি যারা দেশটির বিভিন্ন কারাগারে ছিলেন।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটিতে তারা ঢাকায় আসেন। সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নি'শ্চিত করেছে। সূত্র জানায়, সৌদি ফেরত এসব নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এছাড়াও ফ্লাইটের অন্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে