বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৫:১৮:৫৫

আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন দেব : প্রধানমন্ত্রী

আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন দেব : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে ঘরব'ন্দি থাকায় কর্মহী'ন হয়ে পড়া সবশ্রেণির মানুষদের সহযোগিতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেব।

বৃহস্পতিবার করোনা পরি'স্থিতি নিয়ে ঢাকা বিভাগীয় জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা জানান। গণভবন থেকে তিনি এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

খেটে খাওয়া মানুষদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যেহেতু সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। যারা দিনমজুর কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকি নিম্নবিত্তদের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্যাকেজ ঘোষণা করেছি। সবাইকে সহযোগিতা করব। এমনকি এটা আমরা শুরু করেছি। মানুষের কাছে হাত পাততে পারে না যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি।

তিনিন বলেন, ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, যারা ১০ টাকার চাল পায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব। আমরা এমনি দিতে গেলে অনেক সময় সম'স্যা হয়। সেই ধরনের কিছু ঘটনা ঘটার ফলে এটা স্থ'গিত করে তালিকা করার জন্য নির্দে'শ দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে