বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৭:৫৭:৫৮

ব্রেকিং- সমগ্র বাংলাদেশকে ঝুঁ'কিপূর্ণ এলাকা ঘোষণা

ব্রেকিং- সমগ্র বাংলাদেশকে ঝুঁ'কিপূর্ণ এলাকা ঘোষণা

নিউজ ডেস্ক : সমগ্র বাংলাদেশকে ঝুঁ'কিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত আদেশে এ ঘোষাণা জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে করোনা আক্রা'ন্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সং'ক্রমণ ঠে'কাতে ঘরে থাকা, অপ্রয়োজনে বাইরে না যাওয়াসহ বেশ কিছু নির্দেশনা জা'রি করা হয়েছে। এসব নির্দেশনা না মানলে সং'ক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ক'ঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোষণায় আরও বলা হয়, সং'ক্রমণ ঠে'কাতে সরকারি নির্দেশনা ক'ঠোরভাবে মেনে চলতে হবে। ঘরে থাকতে হবে, জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করা যাবে না। সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এ আদেশ অমান্যকারীর বিরু'দ্ধে ক'ঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারি প্রশাসন ও কর্তৃপক্ষের সহায়তা নিয়ে অন্য ধারাগুলো প্রয়োগের ক্ষমতা সংরক্ষণ করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে