বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৯:০২:১৪

আজ রাতে দেশের যে সব জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে

আজ রাতে দেশের যে সব জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে

নিউজ ডেস্ক : আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আ'শংকা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নি'শ্চিত করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দ'মকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে রু'দ্ররূপ ধা'রণ করছে প্রকৃতি। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় ও বজ্র বৃষ্টি হচ্ছে। এমন পরি'স্থিতিতে চলতি প্রাক-মৌসুম নিয়ে দু'শ্চি'ন্তায় পড়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সিনিয়র গবেষক ড. মোহন কুমার দাশ বলেন, এ সপ্তাহটা বাংলাদেশের জন্য খুবই ক'ঠিন হতে পারে। সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব'জ্রপাত হওয়া আশং'কা রয়েছে। কালবৈশাখীর মৌসুমে মার্চ-মে মৌলভীবাজার, রংপুর দুইটা রাডার সার্বক্ষণিক যেন চালু থাকা জ'রুরি। এগুলো চালু থাকলে জনগণের খুবই উপকার হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাডার চালু থাকলে সময় ও স্থান স্পেসিফিক আগাম সত'র্কতা দেয়া সম্ভব। যেমন সিলেট বিভাগে ব'জ্রপা'ত হতে পারে উল্লেখ করার চেয়ে যদি সিলেট বিভাগের নির্দিষ্ট জেলার নির্দিষ্ট উপজেলার নির্দিষ্ট এলাকাসহ উল্লেখ করা হয় তখন জনগণ বেশি স'ত'র্ক হবে। নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলে মানুষ ওই সময় ঘর থেকে বের হবে না, এতে বজ্রপাতে মানুষের মৃ'ত্যুর হার কমবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে