বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১১:১৫:০০

করোনাভাইরাস; 'এসে গেছে রোগীর শয্যা, নির্ধারিত সময়ের আগেই বসুন্ধরায় হাসপাতাল'

করোনাভাইরাস; 'এসে গেছে রোগীর শয্যা, নির্ধারিত সময়ের আগেই বসুন্ধরায় হাসপাতাল'

নিউজ ডেস্ক : করোনাভাইরাস; 'এসে গেছে রোগীর শয্যা, নির্ধারিত সময়ের আগেই বসুন্ধরায় হাসপাতাল'। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় করোনা রোগীর চিকিৎসায় নির্ধারিত সময়ের অন্তত পাঁচদিন আগেই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) দুই হাজার শয্যার হাসপাতাল নির্মাণ সম্পন্ন করতে চায় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। ইতোমধ্যে আসতে শুরু করেছে রোগীর শয্যা। 

সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আজই আসছে সাব স্টেশন। ১৫ দিনের মধ্যে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে গত ১২ এপ্রিল কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে