শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০১:০৫:৪৩

বিপদে যদি একজন মানুষও পাশে দাঁড়ায়, সেটি তিনি

বিপদে যদি একজন মানুষও পাশে দাঁড়ায়, সেটি তিনি

নিউজ ডেস্ক: তাকে দেখতাম দূর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আমরা ছিলাম সবচেয়ে বেয়াদব গ্রু'প। কিন্তু তার সাথে কোনদিন একটু মজা করার সাহসও হতো না আমাদের। সুচিত্রা সেনের সতো স্নিগ্ধ সৌন্দর্য, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অতি বনেদী পরিবারের মেয়ে- শাহনাজ হুদা-কে মনে হতো ধ'রা ছোঁয়ার বাইরের কোন মানুষ।

আমি যখন তৃতীয় বর্ষ-এ তিনি আমাদের শিক্ষক হলেন। স'রাস'রি ক্লাস পাইনি, পরীক্ষা হলে এলেন একদিন গা'র্ড দিতে। আমার কাছাকাছি এক সহপাঠী (এখন বিশাল ও নামী ব্যক্তি আইনের ভূবনে) নকল করছে দেখে চিৎ'কার করে ডাকলাম তাকে। তিনি আসতে আসতে সে নকল ছু'ড়ে মা'রলো জানালা দিয়ে। কিছু না পেয়ে তিনি উ'ল্টো ব'কা দিলেন আমাকে। খুব মন খারাপ করে তার থেকে দূরে দূরে থাকলাম। এটা তো ছিলো, আরো কিছু কারণে আমি নিজে শিক্ষক হিসেবে যোগ দেয়ার অনেক বছর পর্যন্ত ঠিকমতো কথা হতো না আমাদের।

আর এখন! মনে হয় কোন মানুষকে খু'ন করে ফেললেও যাকে সব বলতে পারবো সেটি তিনি। মনে হয় নিজের সব সম্পদ কারো কাছে রেখে ম'রে যেতে হলে সেটি হবেন তিনি। আরো কত কিছু মনে হয় আমার, শ্রদ্ধায় আর ভালোবাসায়। কয়েকমাস আগে তার স্বামী আমাদের প্রিয় রাজ্জাক ভাই মা'রা গেলেন হঠাৎ। পারিবারিক কবরস্থানে স্ত'ব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আমার দু’চোখ ভরা পানি। রাজ্জাক ভাইয়ের জন্য, শাহনাজ আপার জন্যও।

তাকে শুধু আমি ভালোবাসি না। আমাদের আইন বিভাগে শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী সবার সবচেয়ে প্রিয় তিনি। অসম্ভব দায়িত্বশীল, দানশীল, স্নেহপ্রবণ, ন্যায়পরায়ণ আর স্প'ষ্টভাষী মানুষ হিসেবে তাকে চিনি আমরা। তিনি কাউকে বলেন না, তবু কিভাবে যেন সবাই জেনে যায় কারো বিপ'দে যদি একজন মানুষও পাশে দাঁড়ায়- সেটি তিনি।
শাহনাজ আপার সারল্যও তুলনাহীন। তার একটা গল্প বলে শেষ করি। দেশে তখন চাঁ'দাবা'জির ম'হোৎ'সব চলছে। শীর্ষ স'ন্ত্রা'সী ‘কালা জাহাঙ্গীর’ পরিচয় দিয়ে তাকে ফোন করেছে একজন।

তিনি অবাক : কি নাম? কালা জাহাঙ্গীর! এটা আবার কেমন নাম? নাম শুনেননি! কালা জাহাঙ্গীর হ'তভ'ম্ব! না তো? ফোন করেছেন কেন? সত্যি শুনেননি? কি মুশকিল! শুনলে বলবো না কেন? অন্য পাশ নিরু'ত্তর। শাহনাজ আপা বির'ক্ত হয়ে বললেন : ফোন করেছেন কেন? সেটা বলেন। ‘কালা জাহাঙ্গীর’ কিছু বলে না। কি আর বলবে সে!
শাহনাজ আপা আমাদের এ গল্পটা বলেন পরদিন। আমরা তাকে বলি কি ডে'ঞ্জারা'স লোক কালা জাহাঙ্গীর! তিনি কিছুতে বুঝতে পারেন না, তাকে কেন ফোন করেছিল সে! এরকম একটু একটু বোকা দেখে তাকে আমরা আরো বেশি ভালোবাসি। (ফেসবুক থেকে সংগৃহীত)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে