শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১২:১৫:২৮

চিকিৎসক ও নার্সদের বাসায় ঢুকতে বাধা দিলে ক'ঠোর ব্যবস্থা নেবে পুলিশ

চিকিৎসক ও নার্সদের বাসায় ঢুকতে বাধা দিলে ক'ঠোর ব্যবস্থা নেবে পুলিশ

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মহামা'রির এই সময়ে অনেক বাড়িওয়ালা ও অ্যাপার্টমেন্টের বাসিন্দারা ডাক্তার ও নার্সদের নিজ নিজ বাসায় ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অ'ভিযোগ উঠেছে। অনেকে আবার ভাড়া বাসা ছেড়ে দিতেও বলেছেন। 

এমন অ'ভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক্তার-নার্সদের নিজ নিজ বাসার নিরাপত্তা ও বাসায় যাতায়াতে কেউ যেনো ঝা'মেলা করতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। একইসঙ্গে করোনা পজিটিভ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থানকারীদের যদি কোনও বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘রোগী, ডাক্তার ও নার্সদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আইনের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে ক'ঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি রাজধানী ঢাকার অনেক এলাকায় করোনা আক্রা'ন্ত বা করোনা উপসর্গ আছে এমন রোগী, বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদেরকে বাড়িওয়ালারা বাসা ছেড়ে দেওয়ার হুম'কি দিয়েছেন বলে অ'ভিযোগ উঠেছে। অনেক অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে ডাক্তার-নার্সসহ সাংবাদিকদের বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার নতুন নিয়ম করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি আমলে নিয়ে এ বিষয়ে ক'ঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার আটটি ক্রাইম জোনের ডিসিকে মোবাইল মেসেজের মাধ্যমে তিনি এই নির্দেশনা দেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে