মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৫:৪৩

৮ম বারের মতো পেছালো ফখরুলদের চার্জ গঠন শুনানি

৮ম বারের মতো পেছালো ফখরুলদের চার্জ গঠন শুনানি

ঢাকা: অষ্টম বারের মতো পিছিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর চার্জ গঠনের শুনানি। রমনা থানার গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা এ মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালতে মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমেদ, আমানুল্লাহ আমানসহ ১৭ জনের পক্ষে আদালতে সময়ের আবেদন করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা। আদালতে হাজির ছিলেন আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১১ জন। আসামিদের সময়ের আবেদনের বিরোধিতা করে চার্জ গঠনের জন্য জোরালো দাবি জানান রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনিসুর রহমান। উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার বেইলি রোডে অবস্থিত সোনালি ব্যাংক ও ভিকারুননেসা স্কুলের সামনে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে