মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৪০:৪৯

খালেদার বিরুদ্ধে আরো একটি মামলা

খালেদার বিরুদ্ধে আরো একটি মামলা

নড়াইল: মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ। মঙ্গলবার সকাল ১১টার দিকে নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়া মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানার ওসিকে ১১ ফেব্রুয়ারি ২০১৬ মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এর আগে ২৪ ডিসেম্বর একই আদালতে নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম খালেদা জিয়ার নামে একটি মামলা দায়ের করেন। আজ মামলার বিবরণে জানা যায়, ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। এ ছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা বা স্বাধীন বাংলাদেশ চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তার এ বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। বাদী শেখ আশিক বিল্লাহ বলেন, আমি মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ হওয়ায় শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত এ বক্তব্যে মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেছি। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে