মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৮:৩২

রাতেই ভোট কেটে নেবে আ.লীগ : কর্নেল অলি

রাতেই ভোট কেটে নেবে আ.লীগ : কর্নেল অলি

ঢাকা : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার কারণে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অথচ প্রশাসন নীরব। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় এমন অবস্থা বিরাজ করছে যে, সকাল হওয়া লাগবে না রাতের আঁধারেই ভোট কেটে নেবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন কর্নেল অলি আহমদ। পার্টির প্রেস সেক্রেটারি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অলি আহমদ বলেন, প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সারাদেশসহ চন্দনাইশের বিভিন্ন ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে। ভোট কেন্দ্রের পাশে তারা অবস্থান নিয়েছে। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে