মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৫:০৩

ইসি ব্যর্থ : আ.লীগ

 ইসি ব্যর্থ : আ.লীগ

ঢাকা : নির্বাচন কমিশন (ইসি) লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় ইসির বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেন তিনি। এর আগে তার নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি সংসদে নেই। তাই স্বাভাবিক কারণেই দলটির প্রতি সদয় আচরণ করছে ইসি। কিন্তু এটা করতে গিয়ে ইসি আওয়ামী লীগের প্রতি বিমাতাসুলভ আচরণ করবে এমনটা প্রত্যাশিত ছিল না। তিনি বলেন, পৌর নির্বাচন দলীয়ভাবে হচ্ছে বিধায় মানুষের মধ্যে আগ্রহ আছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে হয় তা আশা করেছিলাম। কিন্তু কয়েকটি জায়গায় দলীয় নেতাকর্মীদের ওপর আঘাত এসেছে। কিছু কিছু জায়গায় বিমাতাসুলভ আচরণ করছে ইসি। এ সময় অন্যদের মধ্যে দলটির নেতা ড. আব্দুর রাজ্জাক, আব্দুস সোবাহান গোলাপ, বদিউজ্জামান ভূইয়া ডাবলু উপস্থিত ছিলেন। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে