মঙ্গলবার, ১২ মে, ২০২০, ১০:৫৩:৩৩

বন্ধু বাংলাদেশকে চার হাজার পিপিই দিলো জাপান

বন্ধু বাংলাদেশকে চার হাজার পিপিই দিলো জাপান

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মো'কাবিলায় বন্ধু বাংলাদেশকে মাস্ক, গাউন, গগলসসহ চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকায় জাপান দূতাবাস। মঙ্গলবার জাপান দূতাবাস স্বাস্থ্য মন্ত্রণালয়কে পিপিইগুলো হস্তান্তর করে। 

জাপান দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন। 

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু' হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দু'হাজার পিপিই ঢাকা মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

জাপান দূতাবাস আরো জানায়, করোনাভাইরাস মহামা'রি মোকাবিলায় জাপান বাংলাদেশকে ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর ও আইএফআরসির মাধ্যমে এক কোটি মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে