বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ০১:৫৯:৩২

অনেক ঝড় ঝাপ্টা আসবে, মো'কাবেলা করে আমরা সামনে এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

অনেক ঝড় ঝাপ্টা আসবে, মো'কাবেলা করে আমরা সামনে এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : স্নাতক ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ভি'ডিও কনফারেন্সে তিনি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী একই সাথে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করোনায় গৃহব'ন্দী মানুষদের একেবারে বেকার না বসে থাকার আহ্বান জানান। তিনি বলেন, এসময় কিছু না কিছু কাজ করেন। জমি-জমায় ফসল উৎপাদন করেন। কিংবা এমন কিছু করেন যা দেশের কল্যাণে আসে। এতে আপনি মানসিক ও শারিরীকভাবে সুস্থ থাকতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিজয়ী জাতি। এটা মনে রেখে সবসময় মাথা উঁচু করে চলতে হবে। অনেক ঝড় ঝাপ্টা আসবে। সেসব মো'কাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে