বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ০৩:৪৯:৪৫

মানুষের কষ্ট দূর করা আমাদের লক্ষ্য, আমরা সেটাই চাই: প্রধানমন্ত্রী

 মানুষের কষ্ট দূর করা আমাদের লক্ষ্য, আমরা সেটাই চাই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ঈদ ও রমজান উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ঈদের আগে আরও ৭ হাজার কওমি মাদরাসাকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামা'রির কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ সহায়তা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এবারের করোনা পরিস্থিতিতে ইমাম-মুয়াজ্জিনদের কষ্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে ইমাম মুয়াজ্জিনসহ ওখানে যারা থাকেন সাধারণত এই রমজান মাসে সবাই যায় তারাবি নামাজ পড়ায় সেখানে মসজিদে তাদের একটা ভালো ইনকাম হয়, যারা মসজিদ কমিটিতে আছে তারা সহায়তা দিয়ে যাচ্ছে, বিত্তশালীরা দান করে যাচ্ছে সেটা আমি জানি, সেই খবরটা আমরা রাখি।

‘তারপরও আমি মনে করি আমাদের একটা দায়িত্ব আছে- আমি ইতোমধ্যে একটা তালিকা করতে বলে দিয়েছি- সকল মসজিদে ঈদ-রমজান উপলক্ষে আমি কিছু আর্থিক সহায়তা দেবো, সেই তালিকাটাও আমরা করে দিচ্ছি। সেটাও আমরা দিয়ে দেবো।’

দ্বিতীয় পর্যায়ে আরও ৭ হাজার কওমি মাদরাসাকে ঈদের আগে আর্থিক সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ে আমরা আরও ৭ হাজার কওমি মাদরাসাকে আমরা ঈদের আগে আর্থিক সহায়তা প্রদান করবো। সেই পদক্ষেপও আমি নিয়েছি।

শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা জায়গায় মানুষের কষ্টটা দূর করা এটাই আমাদের লক্ষ্য। আমরা সেটাই চাই। এত বেশি মানুষ হয়তো অনেক বেশি দিতে পারবো না। কিন্তু কিঞ্চিত পরিমাণ দিলেও যেন দিতে পারি, কেউ যেন বঞ্চিত না হয়।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামা'রির কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। মোবাইল ব্যাংকিং পরিষেবার নগদ, বিকাশ, রকেট ও শিউরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি এ নগদ অর্থ পাঠানো হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে