বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৯:১১:১০

১২ কেন্দ্রের নির্বাচন স্থগিত

১২ কেন্দ্রের নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক : ভোট শুরুর আগেই তিনটি পৌরসভার ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানা গেছে। জানা গেছে, কুমিল্লার বরুড়ার লতিফপুর শিলমুড়ি উত্তর ইউপি অফিস ভোট কেন্দ্র থেকে অগ্রিম সিল মারা ১২০০ ব্যালট পেপার জব্দ করা হয়েছে।অভিযোগ পাওয়া গেছে রাতে নৌকা প্রতীকে এসব জাল ভোট দেন। পরে সকালে রিটার্নিং কর্মকর্তা লুৎফুর নাহার নাজিম এসব ব্যালট পেপার বাতিল করে সাময়িকভাবে ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কালকিনিতে নৌকা প্রতীকে সিল মারা ১১০০ ব্যালট উদ্ধার করেছে। অনিয়মের অভিযোগে পৌরসভার দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া একই অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দুটি কেন্দ্রসহ দেশের বিভিন্ন স্থানে ১২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে