বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১০:১৪:৩১

নড়াইলে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নড়াইলে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু ভোট শুরুর এক ঘণ্টার মাথায় ব্যাপক কারচুরির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। বুধবার সকালে ভোট কেন্দ্রে গিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে খবর নিয়ে দেখেছি, ব্যাপক ভোট কারচুরি হচ্ছে। সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি এজেন্টদেরও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ করা হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব নয়। এজন্য আমি ভোট বর্জন করলাম। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে