‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে’
‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে’
ঢাকা : প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাংগঠিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ দাবি করেন।
তিনি বলেন, দেশের সব পৌরসভায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিএনপি উদ্দেশ হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। আশা করি আওয়ামী লীগ এই নির্বাচনে নিরুঙ্কুশ ভাবে বিজয়ী হবে।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ