সাবেক এমপি লালুর ওপর ককটেল নিক্ষেপ
বগুড়া : এবার বগুড়ায় বিএনপির সাবেক এমপি হেলালুজ্জামান লালুর ওপর ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বেলা পৌনে ১ টার দিকে জেলার সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার ৭ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি হেলালুজ্জামান লালু ওই স্কুল কেন্দ্রে যান। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে হেলালুজ্জামান আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি বাসায় চলে যান।
এদিকে বেলা সাড়ে ১২ টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আইডিয়াল স্কুল কেন্দ্রে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এতে প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভোট গ্রহণ শুরু হয়।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ