সোমবার, ০৮ জুন, ২০২০, ০৫:৩৪:০৭

এখনও আইসিইউতে আল্লামা শফী, অবস্থা স্থিতিশীল

এখনও আইসিইউতে আল্লামা শফী, অবস্থা স্থিতিশীল

চট্টগ্রাম থেকে : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (৮ মে) বিকেল ৫টায় এ তথ্য নি'শ্চিত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মিডিয়া অর্গানাইজার ইকবাল খালেদ।

তিনি বলেন, 'হুজুর এখনও আইসিউতে আছেন, ভালো আছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা নগরের ইবনে সিনা হাসপাতালে এসেছি। টেকনোলজিস্টরা গিয়ে নমুনা সংগ্রহ করবেন।'' এর আগে দুপুর ১টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, ''আব্বা এখন ভালো আছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট এলে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন।''

তিনি জানান, তার বাবা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফী বা'র্ধক্যজনিত অসুস্থতায় ভু'গছেন দীর্ঘদিন ধ'রে। রোববার (৭ জুন) বিকেল থেকে তার শারীরিক অবস্থার অব'নতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে