রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১২:৩১:৩৭

অবশেষে গ্রেপ্তার ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী সেই ২ সহোদর

অবশেষে গ্রেপ্তার ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী সেই ২ সহোদর

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও বিএনপি নেতা ওপর হামলার ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের মৃত নুরুল আবসারের ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও তার ছোট ভাই আক্তারুজ্জামান শাকিল (২৪)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে এ দুই সহোদরকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আক্তারুজ্জামান শাকিল গত ৪ আগষ্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সঙ্গে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর সাবেক এপিএস এজাজের সেকেন্ড ইন কমান্ড মুসলিম জামান সবুজ। তিনি এজাজের ই''য়াবা ব্যবসা দেখাশোনা ও সরবরাহ করতেন। তার ছোট ভাই শাকিল আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সেকেন্ড ইন কমান্ড। তারা দুই ভাই এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করতেন। ভয়ে তটস্থ থাকতেন সবাই।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সবুজ ও শাকিল নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল গুলি, বিএনপির অফিস, ভাঙচুর ও জামায়াত নেতাকে হত্যাচেষ্টা মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আজ রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে