সোমবার, ০৮ জুন, ২০২০, ০৯:১৬:৩৮

'জোনভিত্তিক' লকডাউনের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

'জোনভিত্তিক' লকডাউনের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের অধিক সং'ক্র'মণ এলাকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'জোনভিত্তিক' লকডাউনের সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কোনো এলাকায় যদি অধিক সং'ক্র'মণ থাকে সেই এলাকাকে যদি স্পেশালি নিয়'ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন গতকালকেই। 

সেটা এডমিনি'স্ট্রিটিভ ওয়েতে করে ফেলতে পারবে। আমাদের যে সং'ক্রা'মক ব্যা'ধি আইন আছে, এটা সেই আইনের মধ্যে দেয়া আছে। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর অথরাইজড।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রি'শিয়েট করেছেন যে, আইটি ব্যবহার করে যেভাবে আইসিটি বিভাগ জোনিং করার চিন্তা-ভাবনা করছে, এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে