বুধবার, ১০ জুন, ২০২০, ০৪:৩৬:২৭

৩০ জুনের মধ্যে দিতে হবে গ্যাস ও বিদ্যুৎ বিল : প্রতিমন্ত্রী

৩০ জুনের মধ্যে দিতে হবে গ্যাস ও বিদ্যুৎ বিল : প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের সং'ক্র'মণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করছে সরকার। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল দিতে হবে।

আজ বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্ব তেলের বাজারে ব্যা'পক ধ'স নেমেছে। অধিকাংশ দেশেই ব্যা'পক হারে কমেছে জ্বালানি তেলের দাম। তবে বাংলাদেশে তেলের দাম কমার কোনো সুযোগ নেই।

নসরুল হামিদ বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলেও এখনি আমাদের দেশে দাম কমানোর মতো সুবিধার জায়গা তৈরি হয়নি। কারণ বাংলাদেশে আগের তেল এখনো বিক্রি হয়নি। গণপরিবহন ব'ন্ধ থাকায় বেশ কিছুদিন জ্বালানি কোথাও ব্যবহার হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে