শুক্রবার, ১২ জুন, ২০২০, ০১:৪০:৩৮

করোনায় দেশে ফেরাদের আবার বিদেশ পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

করোনায় দেশে ফেরাদের আবার বিদেশ পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত প'রিস্থিতি কেটে যাওয়ার পর দেশে ফেরা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আবারও বিদেশ পাঠানো হবে।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত ‘করোনাভাইরাসে উ'দ্ভূত প'রিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয়’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি জানান, করোনার পর বিশ্ব বাজারে কৃষি ও স্বাস্থ্যখাতে কর্মীর চাহিদা বৃদ্ধি পেতে পারে। এই দুই খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের জন্য মোট ৭০০ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হবে। করোনা পরবর্তী আন্তর্জাতিক শ্রম বাজারের পরিবর্তিত চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের আবারও বিদেশ পাঠানোর উদ্যোগ নেয়া হবে। বিরূপ প'রিস্থিতিতে ঝুঁ'কি কমানোর জন্য ভবিষ্যতে দক্ষ কর্মী পাঠানোর ওপর জো'র দেয়া হবে। বিদেশ ফেরতদের জন্য সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।-ভোরের কাগজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে