শনিবার, ১৩ জুন, ২০২০, ১২:২৪:১১

নাসিমের মৃ'ত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শো'ক ও দুঃখ প্রকাশ

নাসিমের মৃ'ত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শো'ক ও দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃ'ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শো'কাহত পরিবার-পরিজন, সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

পরদিন ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রো'ক হয়। হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অ'স্ত্রোপচার সফল হয়। সফল অ'স্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু র'ক্ত জমাট বেধে ছিল। স্ট্রো'কের পর থেকে গত ৮ দিন তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে